Views: 7

খেলাধুলা

আশা করি ‘বানর হামজা’ বাংলাদেশে ফিরে যাবে

3fgইংলিশ প্রিমিয়ার লীগে লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে চলতি মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে লিভারপুল। তবে এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তাদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ।

এই ম্যাচে লেস্টারের বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর স্লাইডিং ট্যাকেলে গোড়ালিতে চোট পান তিনি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় মিসরীয় তারকা সালাহকে। হামজার উপর এই জন্য চটেছেন লিভারপুল সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হামজাকে নিয়ে চলছে নানা রকমের বর্ণবাদী মন্তব্য। যার জন্য পুলিশের কাছে অভিযোগও করেছে লেস্টার কতৃপক্ষ।

‘বানর’, ‘গুহায় ফিরে যাও’, ‘হামজা চৌধুরী একটি নোংরা এশিয়ান কালো জন্তু’। মতো ঘৃণ্য মন্তব্যের পাশাপাশি একজন লিভারপুল সমর্থক ফেসবুকে লিখেছেন, ‘প্রিমিয়ার লিগে আমার দেখা সবচেয়ে নোংরা ফুটবলার হামজা চৌধুরী। আশা করি সে বাংলাদেশে ফেরত যাবে।’