Views: 12

আন্তর্জাতিক

ইতালিতে নৌকাডুবিতে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে অভিবাসীদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। এ ঘটনায় ডুবতে যাওয়া আরও ২২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর  ইউএনবি’র।

fMDOYSCQp64L2scb9swYUspRoNvrz1QKF4j5ZCQ5

কোস্ট গার্ড সোমবার জানায়, অতিরিক্ত অভিবাসী বোঝাই নৌকাটি মাঝ রাতের পরে মধ্যরাতে ল্যাম্পেডুসা দ্বীপ থেকে ৬ মাইল দূরে উল্টে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র থেকে নয়টি লাশ ও ২২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অভিবাসীদের জন্য অভিযান চলছে।

সিসিলির কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদন বলা হয়েছে, নৌকায় অভিবাসী যাত্রীর সংখ্যা ছিল প্রায় ৫০ জন।