Exceptional লাইফস্টাইল

এবার সুখী সংসারের জন্য বিশেষ কোর্স চালু হলো

Dark Mode

সুখে সংসার করার জন্য দম্পতিদের পড়াশোনা করাবে এক সংস্থা। এই জন্য তারা ব্যবস্থা করেছে ‘দুলহন কোর্স’র।

সুখী সংসারের পাঠ পড়াচ্ছে ভারতের হায়দরাবাদের এক সংস্থা।

হায়দরাবাদের বলরেড্ডি নগরের এই সংস্থার ‘দুলহন কোর্স’র মধ্যে রয়েছে প্রি-ম্যারেজ ও পোস্ট ম্যারেজ ট্রেনিং, অর্থাৎ বিয়ের আগে ও পরে কী ভাবে সুখ ও শান্তি বজায় রাখা যাবে তার প্রশিক্ষণ। এর সঙ্গেই রয়েছে সেরা মা হয়ে ওঠার প্রশিক্ষণও।

দুলহন কোর্সের মধ্যে রয়েছে রান্না, সেলাই, টাকা পয়সার হিসেব ও সাজগোজের টিপস। সংস্থার দাবি, এই কাজগুলি শিখলে পরিবারে শান্তি বজায় থাকবে।

এই কোর্সটি ২ বছর আগে শুরু করেছিলেন হায়দরাবাদের ইমাম ইলয়াস শামসি।

তিনি বলছেন, ভারতে ইঞ্জিনিয়ার, ডাক্তারির প্রশিক্ষণের অনেক সংস্থা রয়েছে। কিন্তু সুখী দাম্পত্য বজায় রাখার প্রশিক্ষণের কোনও ব্যবস্থা নেই।

প্রতি মাসে ৫ হাজার টাকায় এই বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপও করাচ্ছে এই সংস্থা। তবে এই কোর্সটি বিগত ২ বছর ধরে চলছে। কিন্তু সম্প্রতি এই সংস্থা বিজ্ঞাপন দিতেই তা ছড়িয়ে পড়ে।

ইমামের কথায়, ইচ্ছে করেই নজর কাড়তে এই কোর্সের নাম রাখা হয়েছে দুলহন কোর্স। হোম ম্যানেজমেন্ট হলে কে-ই বা গুরুত্ব দিতেন! এই বিজ্ঞাপন দেওয়ার পরে আমি রোজ প্রায় ৫০ থেকে ৬০ টি ফোনকল পাচ্ছি। অধিকাংশই প্রশংসা করছেন।জুমবাংলানিউজ/ জিএলজি

সর্বশেষ সংবাদ
আপনি আরও যা পড়তে পারেন


জনপ্রিয় খবর

Add Comment

Click here to post a comment

সর্বশেষ সংবাদ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় খবর