রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল ৪৬৮তম ইউনিট লিডার বেসিক কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এ ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়।
বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, কোর্স লিডার শাহানাজ বেগম, আকরাম সরকার, মোহাম্মদ আবু সাঈদ, আব্দুল্লাহ আল-আজাদ, জহিরুল ইসলাম, এফ. ডব্লিউ.এম সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ৩২ জন প্রশিক্ষনার্থীর হাতে ইউনিট লিডার বেসিক কোর্সের সনদপত্র তুলেন দেন।