Views: 23

আন্তর্জাতিক

খাবারের অভাবে মৃত্যুর মুখে আড়াই লাখ ইয়েমেনি

yemenআন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে। ফলে ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা। এতে খাদ্য সঙ্কটে রয়েছে দেশটির আড়াই লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের কারণে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। ফলে ইয়েমেনে তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছ। দীর্ঘদিন দিন ধরে খাবারের অভাবে দিন কাটাচ্ছেন লাখ লাখ ইয়েমেনি।

জাতিসংঘ বলছে, দীর্ঘদিনের সংঘাত ইয়েমেনের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে ফেলেছে। ফলে প্রায় দুই কোটি ইয়েমেনি নাগরিক খাদ্য অনিশ্চয়তার মধ্যে।