Exceptional অন্যরকম খবর

জীবন্ত গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভিডিও

4একটি মাঠের মধ্যে অনেক বড় বড় গাছ। এরমধ্যে একটি গাছে লম্বালম্বি করে ফাটল। ফাটলের মধ্যদিয়ে গাছটির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সেখান থেকে ধোয়া বের হচ্ছে।

এমন একটি ভিডিও গত ২০ অক্টোবর নিজের টুইটার আপলোড করেছেন সোফেন নামের আটালান্টার এক ব্যক্তি। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোফেনের আপলোড করা সেই ভিডিও ইতিমধ্যেই দু’কোটি ব্যবহারকারী দেখে ফেলেছেন। সাড়ে পাঁচ লাখ লাইকের পাশাপাশি দেড় লাখের বেশি ব্যবহারকারী শেয়ার করেছেন।

ভিডিওটি আপলোড করে সোফেন লিখেছেন, বজ্রপাতের জেরেই এভাবে আগুন জ্বলছে। যদিও ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

বজ্রপাতে ‌গাছ পুড়ে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু বজ্রপাতের জেরে গাছের ভেতর এভাবে আগুন জ্বলা অবাক করেছে নেটিজেনদের।জুমবাংলানিউজ/ জিএলজি

সর্বশেষ সংবাদ
আপনি আরও যা পড়তে পারেন


Add Comment

Click here to post a comment

সর্বশেষ সংবাদ

সর্বশেষ সংবাদ