Views: 8

আন্তর্জাতিক ওপার বাংলা

যৌতুক চাওয়ায় বিয়ে আসরেই বর ও শ্বশুর পিটালো বউ

nervous-bride-her-wedding-dayআন্তর্জাতিক ডেস্ক : গোহাটি কলেজ থেকে অঙ্কে স্নাতক হয়েছেন রুমেলা। বরাবরই নিজের আত্মসম্মান এবং দৃঢ় মানসকিতার জন্য সে ঘনিষ্ঠ মহলে বিশেষ পরিচিত। সম্প্রতি তার বিয়ের ঠিক হয় সন্তোষ নামক একটি ছেলের সঙ্গে যে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বিয়ের দিন সকালে সন্তোষের পরিবার সাত লাখ টাকা পণের দাবি করে রুমেলার বাবার কাছে।

রুমেলার বাবা নিজের অপারগতার কথা জানায়। বিয়ে করতে এসেও সন্তোষের বাবা পণের দাবি জানায় এবং নানা হুমকি দিতে থাকে। এসব সহ্য করতে না পেরে রুমেলার বাবা সন্তোষের বাবার পায়ে পড়তে যায়। তখনই বেঁকে বসে রুমেলা। সে সন্তোষের বাবার গলায় চড় কষায় এবং তার পরে মালা খুলে সন্তোষকে মারতে মারতে বের করে দেয় বিয়ে বাড়ি থেকে।