Views: 5

জাতীয়

শ্রমিক নির্যাতন রোধে সৌদির সাথে কথা হয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

7জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া নারী শ্রমিকদের নির্যাতন রোধে ও হ ত্যা বন্ধে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ইমরান আহমদ বলেন, নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। তবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সাথে কথা হয়েছে। আগামী নভেম্বরে সৌদি গিয়ে এসব সমস্যা নিয়ে আবারও কথা বলা হবে।

অনেক রিক্রুটিং এজেন্সি নারী কর্মীদের বয়স জালিয়াতি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বন্ধে উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি সৌদিতে নির্যাতনে মানিকগঞ্জের এক নারী নিহত হন। তার মর’দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সেখানে আইনী জটিলতা আছে। তা সমাধান হয়ে গেলে তার মর’দেহ দেশে আনা হবে।

সূত্র: সিলেটভিউ